ছবি: চিরিরবন্দর-দিনাজপুর সড়কের বেকীপুল বাজার
নিজস্ব প্রতিবেদক:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা-গণসংযোগে নেমেছে এ্যাডভোকেট সাইফুল ইসলাম।
গত ২৯ অক্টোবর সোমবার সন্ধায় দিনাজপুর-৪ আসনের (খানসামা-চিরিরবন্দর) এর চিরিরবন্দর বেকীপুল বাজারে নির্বাচনী প্রচারণা চালান তিনি।
এ সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট চান তার নেতৃবৃন্দ।