আপডেট : ২১ অক্টোবর ২০১৮
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজ্ঞাত চার যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হক ঢাকাটাইমসকে জানান, ভোরে খবর পেয়ে তারা লাশগুলো উদ্ধার করেন। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। মাথায় আঘাত রয়েছে প্রতিটি লাশের। তবে মাথায় গুলি লেগেছে কি না তা বলতে পারেনি পুলিশ।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশগুলো এখানে ফেলে রাখা হয়েছে। লাশগুলোর পাশে পড়ে থাকা দুটি দেশীয় পিস্তল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
সূত্র: ঢাকা টাইমস