ডেক্স রির্পোট:
মতলব উত্তরে মেঘনা নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান’ চালানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার ও তার সঙ্গের ফোর্সের ওপর জেলেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউএনও শারমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিশ জাতীয় সম্পদ। সরকারের নির্দেশনা অনুযায়ী অভিযানে নদীর মাঝে গেলে জেলেরা আমাদের লক্ষ্য করে পাথর, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ছুঁড়ে। রীতিমত তারা আমাদের আক্রমণ করে। পরে পুলিশ প্রায় ১৮ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।
ইউএনও আরও জানান, এরপরও অভিযান অব্যাহত রেখে পাঁচটি ইলিশ ধরার ট্রলার ও এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযানে মতলব উত্তর থানার চারজন ও মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ছয়জন পুলিশ সদস্য ছিলেন।
মোহনপুর নৌপুলিশ পরিদর্শক মো. আবু তাহের জানান, অভিযান চালানোর সময় জেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করলে আত্মরক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৮ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, অভিযানে গেলে জেলেরা আমাদের ওপর আক্রমণ করে। এতে আমাদের সহকারী মৎস্য কর্মকর্তা মনজুরুল হকের মুখে পাথরের ঢিল পড়ে গুরুতর আহত হন। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
#সূত্র: ঢাকা টাইমস