মোহাম্মদ মানিক হোসেন:
দিনাজপুরের চিরিরবন্দরে শীতার্ত নৃ-তাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে । আজ ৪ জানুয়ারী সোমবার সকালে উপজেলার ভিয়াইল ইউনিয়নের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা।
উপজেলা প্রশাসন এর আয়োজনে শীত বস্ত্র অনুষ্ঠানে ভিয়াইল ইউনিয়নের ২১ জন শীতার্ত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে শীতবস্ত্র ও শুকনা খাবার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায় প্রমূখ উপস্থিত ছিলেন।