ফাইল ছবি:
প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৮
চাঁদপুরে হাজীগঞ্জে ট্রাকচাপায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। হতাহতরা একটি অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের মধ্যে বাবা-ছেলে আছেন বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন।
ওসি জানান, একটি অটোরিকশায় করে পাঁচজন উয়ারুক থেকে চাঁদপুর যাচ্ছিলেন। পৌনে চারটার দিকে বাকিলা নামক স্থানে আসার পর চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক অটোটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন নিহত হন।
আহত হন অটোচালকসহ দুইজন। তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র ঢাকা টা ই মস