প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৮
বিনোদন ডেস্ক,
বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু। তবে তিনি নিজেকে গিটারিস্ট হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন। তারপর গায়ক। সদ্য প্রয়াত এ কিংবদন্তী নিজেই গান লিখতেন, সুর করতেন। দীর্ঘ চার দশক দশক ব্যান্ড সঙ্গীতের জগতকে মাতিয়ে রেখেছিলেন তিনি। সঙ্গীত জীবনে অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়েছেন। তার গাওয়া সেসব গান অন্য শিল্পীরা গান বিভিন্ন লাইভ অনুষ্ঠান ও কনসার্টে। তরুণ শিল্পীরা বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় তার গান গেয়ে মুগ্ধতা ছড়ান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক লীনা তাপসী বলেন, ‘আইয়ুব বাচ্চু তার প্রচেষ্টা দিয়ে বাংলাদেশের ব্যান্ড মিউজিক জগতের পথিকৃৎ হয়ে থাকবেন। তার ধ্যান, জ্ঞান, চিন্তা এবং কঠোর সাধনা তাকে এই জায়গায় উন্নীত করেছে। এটা একদিনের বিষয় না। এক কথায় বলতে চাই, তিনি যে ধারাটা তৈরি করে গেছেন সেটা অপূরণীয় থেকে যাবে। মানুষ একন তার মত করে গান গাইবে, গিটার বাজাবে।’
আইয়ুব বাচ্চু ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডদলের মাধ্যমে তিনি গানের জগতে আসেন। ১৯৮০ সালের দিকে তিনি ‘সোলস’ ব্যান্ডের সঙ্গে গান করতেন। এই দলটির সঙ্গে তিনি ১০ বছর যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে তিনি ‘এলআরবি’ গঠন করেন। ক্যারিয়ারে মোট ১৬টি একক অ্যালবাম করেছেন আইয়ুব বাচ্চু। ব্যান্ড অ্যালবাম করছেন ১২টি। এর মধ্যে তার গাওয়া হিট গানের সংখ্যা বের করতে হলে তো ক্যালকুলেটর নিয়ে বসতে হবে।