প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৮,
একটা সময় ছিল যখন জিম্বাবুয়ের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা কষ্টকর ছিল বাংলাদেশের জন্য। সময় পাল্টেছে। এক সময়ের প্রবল প্রতিপক্ষকে এখন হেসেখেলেই উড়িয়ে দেয় টাইগাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য তো এই দলটির বিপক্ষেই পেয়েছে বাংলাদেশ! এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ১৫টি দ্বিপাক্ষিক সিরিজের ৯টিতেই জিতেছে টাইগাররা। আজ দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তাদের বিপক্ষে দশম ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামছে মাশরাফি বিন মর্তুজার দল।
এরপরও জিম্বাবুয়েকে সমীহ জানিয়েছেন মাশরাফি। বলেছেন, ‘ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। জিম্বাবুয়েকে ছোট করে দেখার কিছু নেই। তাদের সব সিনিয়র ক্রিকেটারই এসেছে এবং আমি জানি তারা তাদের সেরাটা খেললে আমাদের জন্য কঠিন হবে।’
এদিকে, বাংলাদেশের বিপক্ষে হারের বৃত্তে বন্দি জিম্বাবুয়েও আজকের ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায়। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ লালচাঁদ রাজপুত বলেছেন, ‘আপনি যদি গত ম্যাচের দিকে তাকান দেখবেন, আমাদের আরো ভালো ব্যাট করা উচিৎ ছিল। প্রথম পাঁচ ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে। যদি একজন ব্যাটসম্যান বড় স্কোর করতে পারে তাহলে আমি মনে করি, আমরা জেতার মতো একটা রান করতে পারব। আমি খুশি যে আমরা গত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি। উইলিয়ামস ও জারভিস অসাধারণ ব্যাট করেছে। চেফাস দারুণ শুরু এনে দিয়েছিল। কিন্তু কিছু জায়গা আছে যা নিয়ে আমাদের কাজ করতে হবে। মূল জায়গা হচ্ছে প্রথম পাঁচ ব্যাটসম্যান।’
সূত্র: ঢাকা টাইমস